টাইটানিক মুভিটা আমার ভাইয়া আমাকে অনেক সাধ্য সাধনা করে দেখিয়েছিল, অনেক ভাগে বিভক্ত করে । একবার প্রথম ভাগ, একবার শেষভাগ, আরেকবার মধ্যভাগ । আমার রুচিতেই মনে হয় কিছু একটা সমস্যা আছে । আমার কোনো ভাগই ভালো লাগলো না! আমি মনে হয় আসলেই একটু অদ্ভুত! অনেক মুভির শেষ এক মিনিট দেখেও আমি অনুপ্রাণিত হই, আবার অনেক মুভির পুরোটা দেখেও আমার সময়ের অপচয় ছাড়া কিছু মনে হয় না ।